ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
দীর্ঘদিন ধরে নিখোঁজ সমীর কুমার মজুমদার ও শায়েস্তারা বেগম নামে দুই বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে এসেছেন। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরেন।
সমীর কুমার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কুমারকান্দা গ্রামের শশধর মজুমদারের ছেলে ও শালিনতারা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গুড়িগ্রামের বাসিন্দ (স্বামীর বাড়ি কসবায়)। সমীর কুমার প্রায় ১২ বছর, শালিনতারা পাঁচ বছর যাবত ভারতের আগরতলায় ছিলেন।
ভারতের ত্রিপুরা রাজ্যেরর আগরতলাস্থ বাংলাদেশ সহকারি হাই কমিশন কার্যালয় সূত্র জানা গেছে, ওই দুইজন আগরতলার মডার্ণ সাইক্রিয়াটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের সমাজকর্মী সৈয়দ খায়রুল আলম ওই দুইজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে হস্তান্তর করা হয়।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ 24. কম