১০ ই মার্চ ২০২১ (রোজ বুধবার) রানীশংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের মহেশপুর গ্রামের জেএমকে ভাটার জমাকৃত মাটির ঢিবিতে মুর্তিটির সন্ধান পাওয়া যায়।
আনুমানিক বিকাল ৩.০০ দিকে জমাকৃত মাটি খনন কালে ভাংগা মুর্তিটি বেড়িয়ে আসে, স্থানীয় ব্যক্তি ৯৯৯ ফোন দিয়ে প্রশাসনকে জানানো হলে, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা সহ থানা পুলিশের সহায়তায় ৫কেজি ৬০০ গ্রাম ওজনের মূর্তিটি উদ্ধার করেন।
সহকারী কমিশনার( ভূমি) জানান মূর্তিটি ট্রেজারীর মাধ্যমে জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে।