কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা নয়টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৪ লক্ষ টাকা জরিমানা করেছে।
বুধবার (১০ মার্চ ২০২১) দিন ব্যাপী কালিয়াকৈর উপজেলার ঐ সকল ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়েছে।
এ সময় ইটভাটার বিভিন্ন অংশ ভেঙে গুঁড়িয়ে দিয়ে অবৈধ ইটভাটার নয়টির মধ্যে সাতটিকে ৬ লক্ষ টাকা ।অপর দুইটিকে এক লক্ষ করে মোট ৪৪ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, রেপিড একশন ব্যাটালিয়ন বাহিনী, পুলিশ, আনসার ,সদস্য অভিযানের সহযোগিতা করেন।
মোঃ দেলোয়ার হোসেন দেশের কন্ঠ ২৪.কম