ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি রেলী বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পর্যায়ে পরিসংখ্যানের গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া।
উপজেলা পরিসংখ্যান তদন্তকারী মোঃ শাকিল আজাদ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শিপ্রা নাথ, জনশুমারি সুপারভাইজার মোঃ মামুন ভুঁইয়া, রেজিস্টার আসমা আক্তার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, পরিসংখ্যান একটি দেশের গুরুত্ব মাধ্যম, যার দ্বারা দেশের সার্বিক অবস্থা সম্পর্কে জানা যায়, এই বিভাগে যারা কর্মরত আছেন তাদের সকলকে সৎ এবং দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করার প্রতি আহ্বান জানানো হয়। পরে অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম উপস্থিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪.কম