নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিক নুর হসেন দীর্ঘদিন যাবৎ নামে-বেনামে জমি দখল করে যাচ্ছেন। দেবনগর গাবতলী এলাকায় 16/১/২১তারিখ রাতের বেলায় লোকজন নিয়ে টিনের ঘর তৈরি করেন। নাসিমুদ্দিন এবায়েদ উদ্দিন এবং লতিফা বেগম এদের 14 শতক জমির ভিতরে একটি টিনের ঘর উঠায়।এ বিষয়ে 17/ 1/21 তারিখ সকালে জমির ওয়ারিশ গন জমিতে গেলে সাংবাদিক নুরহোসেন পারভীন এবং মিলন জমির ওয়ারিশগণ দিপুকে মিথ্যা চাঁদাবাজির মামলা দিবে বলে হুমকি দেন।17 তারিখে desh-news টিভির সাংবাদিক তৃতীয় মাত্রা সাংবাদিক ও সিএনএন বাংলা সাংবাদিক তথ্য নিতে গেলে এদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেন সাংবাদিক নুর হোসেন ও তার স্ত্রী পারভীন আক্তার। ইতিমধ্য দ্বীবনগর গাবতলী এলাকায় তিনটি প্লোট দখল করে রেখেছেন। এবং দখলকৃত সম্পত্তি দুটি বাড়ি বিক্রি করে দিয়েছেন। সাংবাদিকতার আড়ালে করে যাচ্ছেন ঘৃণ্যতম দখলকৃত কাজ। এ বিষয়ে প্রশাসনের যথাযথ মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করছি।
দেশের কন্ঠ ২৪.কম