তিনি আরও বলেন, আমরা রাজধানীতে কেবল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছি। কাউকে লক্ষ্যবস্তু করে কুচকাওয়াজ হচ্ছে না। অথবা সামরিক অনুশীলন হচ্ছে না।’
জানা গেছে, উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক কুচকাওয়াজ নিয়ে নজরদারি করায় দক্ষিণ কোরিয়াকে নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক বিবৃতিতে কিমের বোন একথা বলেন।
এর আগে, গত সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম ইল সাং স্কয়ারে ক্ষমতাসীন দল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে বলে দাবি করে।
এমন দাবি প্রকাশ্যে আসতেই দক্ষিণ কোরিয়ার খেপে যান কিমের বোন ও উপদেষ্টা কিম ইয়ো জং। তিনি দক্ষিণ কোরিয়ার আচরণকে কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন। সূত্র : সিএনএন।
দেশের কণ্ঠ ২৪.কম