নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ব জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র
নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন সমৃদ্ধি ও অগ্রযাত্রা উপলক্ষে
টাঙ্গাইলের নাগরপুরে উন্নয়নের অগ্রযাত্রায় ২ বছর শীর্ষক এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ
হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার
আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য
আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহানের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বর্তমান সরকারের
বহুমুখী উন্নয়ন চিত্র নিয়ে আলোচনা করেন। গ্রামীন
অবকাঠামো সহ নাগরপুর উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসার
অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রীজ কালভার্ট, স্বাস্থ্য ও
চিকিৎসা ক্ষেত্রে উন্নয়নের জন্য স্থানীয় সাংসদ আহসানুল
ইসলাম টিটুকে ধন্যবাদ জানান বক্তারা। এছাড়া আগামীতে
নাগরপুর উপজেলার কোথায় কিভাবে উন্নয়ন করা যায় এবং কি
ভাবে চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নেয়া যায় সে বিষয়ে
আলোকপাত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ছামিনা বেগম
শিপ্রা, সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান,
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, নাগরপুর
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান,
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. দাউদুর ইসলাম দাউদ, সরকারী
যদুনাথ পাইলট মডেল স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো.
শফিকুল ইসলাম সবুজ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন
সম্পাদক মো. হারুনুর অর রশিদ প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চেয়ারম্যান,
বীরমুক্তিযোদ্ধা সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিকবৃন্দ
উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে প্রশাসনের উদ্যোগে
নেশভোজের আয়োজন করা হয়।
মোঃএরসাদ দেশের কণ্ঠ ২৪.কম