সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার ( ১০ জানুয়ারি ) বেলা ১১ টার দিকে বিদ্যালয় হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক মোঃ ফারুক হোসেন, অফিস সহকারী ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সাংবাদিক মোঃ সুলতান আহমেদ, মোঃ সেলিম মিয়া, মোছাঃ চামেলি বেগম এবং আইনুল হকসহ সকল শিক্ষক- শিক্ষার্থীরা।
উল্লেখ্য ১০ জানুয়ারি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের কারাগারে ২৯০ দিন থাকার পর ১৯৭২ সালের এই দিন বেলা ১ টা ৪১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন।
গুলজার হোসেন দেশের কণ্ঠ ২৪.কম