স্টাফ রিপোর্টারঃ
১০ ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে রবিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে মাল্যদান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করা হয়।
পরে বিজয় উল্লাসে জেলা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের ভিন্ন ভিন্ন ব্যানারে বিশাল এক বর্ণাঢ্য আনন্দ র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার ডা. আবুল কাশেম ময়দানে এসে শেষ সেখানেই সমবেত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিততে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম রকেট,সাধারণ সম্পাদক জাকির হোসেন,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা,সাধারণ সম্পাদক মিলন দেওয়ানা,জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নিরেন দাস দেশের কণ্ঠ ২৪.কম