ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যান সংগঠনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডের সুবিদা বঞ্চিত ও হত দরিদ্র প্রায় শতাদিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরশহরের রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন. উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযুদ্ধা গাজী আব্দুল মতিন।
দীপঙ্কর ঘোষ নয়নের সঞ্চলনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলের সভাপতি আব্দুল্লাহ ভুঁইয়া বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বাবুল মিয়াসহ আরো অনেকে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর প্রার্থী মোঃ আলামিন, নাজমা বেগম, এডভোকেট কাজি রাকিব, সাংবাদিক জালাল হোসেন মামুন ও মোশারফ হোসেন কবির প্রমুখ।
এসময় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, প্রবাসীরা বিদেশের মাটিতে থেকেও দেশের মানুটষকে এই ধরনের সংগঠনের মাধ্যমে সাহায্য সহযোগিতা করায় বঙ্গবন্ধু প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানান। আর সংগঠনের পক্ষথেকে ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিতদের জন্য নানা রকম সাহায্য সহযোগিতা চলমান থাকবে বলে জানান এই প্রবাসী মানব কল্যান সংগঠনের সকল সদস্যরা।
বাদল আহাম্মদ খান দেশের কণ্ঠ ২৪.কম