সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলায় কলারোয়ায় উপজেেলা জাতীয় সমাজতাান্ত্রিক পার্টি (জাসদ) এর উদ্যোগে বৃহস্পতিবার পৌরশহরে করোনা ভাইরাস সচেতনতায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয। কলারোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পাশে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করে উপজেলা জাসদ নেতৃবৃন্দ। এ সময় মাইকযোগে করোনা সচেতনতায় বক্তব্য দেন নেতৃবৃন্দ। উপজেলা জাসদ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাসদ’র সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, জাসদ নেতা শেখ আব্দুল হাকিম, আবু বকর সিদ্দিক, মুনসুর আলি, মোস্তাজুল হক, মেহেদি হাসান, আফসার আলি, ঈমান আলি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ইদ্রিস আলি, নিজামউদ্দীন ।
নাজমুল হাসান দেশের কণ্ঠ ২৪ .কম