ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছতুরা শরীফ চান্দুপুরে সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ মাইনুদ্দিন চিশতী সানজারি (রহঃ) ও হযরত শাহসুফি ওবায়দুল্লাহ কানপুরি (রহঃ) স্মরণে ৩৩তম বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় চান্দপুর সরকারি কমিউনিটি হাসপাতাল সংলগ্ন মাঠে বার্ষিক উরস মোবারক উপলক্ষে আয়োজিত সুন্নী মহা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে শানে বেলায়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, পীরে তরিকত, মুজাহিদে আহলে সুন্নাহ হযরত মাওঃ মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।
আলহাজ্ব মাওলানা অলিউর রহমান সেলিম নিজামী এবং দিদারুল আলম মাস্টারের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এতে প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করেন, হযরত মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী ও চান্দপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম বেলালী।
এলাকার প্রবীণ আলেম আল্লামা মুফতি হাফেজ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম ভূঁইয়া ও প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, ধরখার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফুল হক বাছির।
অনুষ্ঠানের প্রধান বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী তার বয়ানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আল্লাহ পাকের ইবাদত, রাসুলের সুন্নত, ওলিদের ছহবত এবং মা-বাবার খেদমত ও সঠিকভাবে নেক আমলের মাধ্যমে একজন ইমানদার মুসলমান সাধারন মানুষ থেকে আল্লাহর অলি হওয়া সম্ভব।
পরে মিলাদ কিয়াম ও অতিথিদের বক্তব্য শেষে সকলকে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ গিয়াস উদ্দিন আত্-তাহেরী।
বাদল আহাম্মদ খান দেশের কণ্ঠ ২৪.কম