ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগেরে নেতাকর্মীরা। এ উপলক্ষে সোমবার সকালে আখাউড়া পৌরশহরেরর সড়ক বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বাজারস্থ বীর মুক্তিযোদ্ধা এড. মোঃ সিরাজুল হক পৌরমুক্ত মঞ্চে এসে এক ছাত্র সমাবেশ করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সহ সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাছেল, সৈয়দ তানভীর শাহ মন, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শেখ আশিকুর রহমান নাঈম।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।