স্টাফ রিপোর্টার :
আজ পহেলা জানুয়ারি জনাব মো: সাহেদ মীরের ৩৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনাব মো: সাহেদ মীর এক জন জনদরদী, গরীবের বন্ধু, ন্যায় বিচারক ও সমাজসেবক। তাহার মহৎ ছড়িয়ে _ছিটিয়ে আছে চারপাশে। সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি জনাব মো: সাহেদ মীর। সমাজসেবাই তার অবদান অনিসীকার্য। দেশের মহামারি করোনা ভাইরাসে অক্লান্ত পরিশ্রম করেন জনাব মো: সাহেদ মীর। দরিদ্র গরীব দু:খীদের মাঝে অর্থ দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেছেন। এলাকায় জনগণ ন্যায় ও নিষ্ঠাবান বিচার পেয়ে থাকেন। জনাব মো: সাহেদ মীর হচ্ছেন এক জন সমাজসেবক, বিচক্ষণ, ন্যায় নিষ্ঠাবান মানুষ।