ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনাউটি মরহুম এমরান উদ্দিন ভূঁইয়া পুলিশ স্মৃতি এলইডি টিভি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিনাউটি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। বিনাউটি ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী মুমিনুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম খাঁন বেদন।
জাকজমক ও উত্তেজনা পূর্ণ ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় পরে ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়, এতে বিনিউটি মটরগ্রুপ ফুটবল একাদশকে ৪-৩ গোলের ব্যাবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বিনাউটি আদনান ফুটবল একাদশ।
মোঃ সেলিম ভূঁইয়া, ছোটন, নিজাম, মহিউদ্দিন, দেলু ও নূরে আলম এর ব্যাবস্থাপনায় ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান বকুলসহ আরো অনেকে।
পরে রানার্স আপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ১৪ইঞ্চি এবং বিজয়ী দলের অধিনায়ক ও টিম ম্যানেজারের হাতে ২৪ইঞ্চি এলইডি টিভি তুলে দেন উপস্থিত অতিথিরা।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪.কম