স্টাফ রিপোর্টারঃ- নিরেন দাস।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩০ শে ডিসেম্বর) সকাল ১১টায় আক্কেলপুর পৌরসভা চত্ত্বর থেকে আনন্দ মিছিল টি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়।
সেখানেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্ব, এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান,পৌর আওয়ামী লীগের আহবায়ক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম চাঁদ মাস্টার, কৃষক শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম,উপজেলা যুবলীগের সাঃসম্পাদক কাজী মুরাদ শাকিল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম সহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর তার বক্তব্যে বলেন,২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়ন ও সমৃদ্ধির পক্ষে সুষ্ঠ নিরপেক্ষ ভোটের মাধ্যমে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে গণরায় প্রদান করে আবারো স্বাধীনতার জয় এনেছেন।
—-
নিরেন দাস,জয়পুরহাট।