নিজস্ব সংবাদদাতা::
পটুয়াখালীর বাউফলে পৌর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে সমাবেশ করা হয়েছে ꫰
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর-২০২০ ইং) বিকেল তিনটার সময় বাউফল থানা সংলগ্ন ডাকবাংলোর সামনে শহরের প্রধান সড়ক ইলিশ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাউফল পৌর আওয়ামীলীগের সভাপতি ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও জাতীয় প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আসম ফিরোজ এমপি ꫰
এসময় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রুবেল, কাউন্সিলর ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশ) ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, পৌর আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী ফিরোজ আলম প্রমূখ ꫰
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম