সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে বাল্যবিবাহ নিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন এবং সাম্প্রতিক গরুচুরি প্রতিরোধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১ ডিসেম্বর ) সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়ন ও সাতপোয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়ি গ্রামে “জাগ্রত ৭১ এর আয়োজনে বাল্যবিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতন এবং সাম্প্রতিক গরুচুরি প্রতিরোধ কল্পে এক আলোচনা সভার আয়োজন করে।
এ সময় সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি একে, এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোঃ ফজলুল করিম।
আলোচনা সভায় সরিষাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় শতকরা প্রায় ৭০ জনের বাল্যবিবাহ হয়।কিশোর বয়স থেকেই অনেকে মাদক সেবন করে। ঘরে ঘরে নারী ও শিশুরা নির্যাতিত অসময় বিয়ের কারণে। আর এসব থেকে মুক্তি পেতে হলে সকল অভিভাবককে সতর্ক হতে হবে যাতে করে এক শিশুর গর্ভে অন্যশিশু জন্ম না নেয়।
এ দিকে মহামারি করোনা এবং সাম্প্রতিক ভয়ে যাওয়া তিনবারের ভয়াভহ বন্যায় মানুষ এমনিতেই দিশেহারা তারপর কয়েকদিনে বেশকিছু গরুচুরি হওয়ায় মানুষের ঘুম যেনো হারাম হয়ে গেছে। আর তাই উপজেলাব্যাপি মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ বন্ধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং গরুচুরি বন্ধে বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য সকলকে উদাত্ত আহ্বান করেন।
সমাবেশে জাগ্রত”৭১ এর সকল নেতৃবৃন্দসহ সমাজের সচেতন ব্যাক্তিবর্গের সাথে মত বিনিময় করেন।
গুলজার হোসেন দেশের কন্ঠ ২৪.কম