নিজস্ব সংবাদদাতা::
পটুয়াখালীর বাউফলে ১৫৯ নং পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল মাষ্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে মোটা অংকের টাকার বিনিময়ে রাস্তা পাকাকরনের জন্য স্কুল নিয়ন্ত্রাধীন পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের নির্দেশ দেয়ায় সেই বালু উত্তোলন করে রাস্তা পাকাকরন করে꫰ কিন্তু কবলে পড়েছে অসহায় গরিব মানুষ সবুজ এর বসতবাড়ি ঘর꫰
সরেজমিনে গিয়ে দেখা গেছে, পুকুর সংলগ্ন বসতবাড়িটি দেবে আছে ꫰ এসময় স্থানীয়রা জানান, সবুজ একজন গরিব অসহায় মানুষ ꫰ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে꫰ বাপের কোনও জমিজমা নেই ꫰ সবুজ খুব কষ্ট করে মাত্র সাড়ে ৩শতাংশ জমি করে তাতে বসতবাড়িটি বানিয়েছে ꫰ ঘরদুয়ার এখনও ঠিক মতো করতে পারেনি ꫰ কিন্তু ওই সুনীল মাষ্টারের কড়াল গ্রাসে আজ বাড়িটি পুকুরে বিলিনের পথে꫰
অভিযোগকারী ভুক্তভোগী জানান, আমি সবুজ হাওলাদার, পিতা-মৃত: বারেক হাওলাদার, সাং-পোষ্ট: বিলবিলাস, সদর ইউনিয়ন বাউফল, আমার মাত্র সাড়ে ৩শতাংশ জমিতে বসতবাড়িটি꫰ পেটের দায়ে ঢাকায় গিয়ে রিক্সা চালাই ꫰ বাড়িতে এসে দেখি আমার বসতবাড়ি সংলগ্ন স্কুলের পুকুরে ড্রেজার মেশিন বসিয়ে রাস্তা পাকা করার জন্য বালু উঠিয়ে দিচ্ছে꫰ প্রথম আমি কিছু বুঝতে পারিনি, পরে কিছুদিন পর দেখি আমার বসতবাড়ি ঘর কেমন যেন নিচে দেবে যাচ্ছে ꫰ ততক্ষনাত স্থানীয়দের দেখালে তাদের পরার্মশক্রমে সরাসরি এবিষয়ে সুনীল মাষ্টারকে অবহিত করলে সে এসে দেখেন এবং আমার বসতবাড়ি রক্ষার্থে পাকা পাইলিং করে দিবেন বলে আমাকে সহ সবাইকে আশ্বাস্ত করেন꫰ কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও কোনও পদক্ষেপ না দেখে আবার পুনরায় তাকে জানালে সে বারবার আশ্বাস দিয়ে কালক্ষেপন করছে ওই সুনীল মাষ্টার ꫰ আমি গরিব মানুষ তাই আমার বসতবাড়িটি রক্ষা করার দাবি জানিয়ে ইউএনও স্যারের কাছে ওই সুনীল মাষ্টারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি ꫰
অভিযুক্ত সুনীল মাষ্টার জানান, এখানে তার কোনও জমি ভাঙে নাই ꫰
এবিষয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, এব্যাপারে আমার কাছে এখনও কোনও অভিযোগ আসেনি ꫰ তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে ꫰
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম