নিজস্ব সংবাদদাতাঃ
পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ ও উপজেলা প্রশাসন, কলাপাড়ার যৌথ উদ্যাগে অভিযান চালিয়ে সনদবিহীন ০৩টি চিকিৎসা প্রতিষ্ঠানকে চিকিৎসা প্রদান করায় ও সনদবিহীন ০২জন ভুয়া চিকিৎসককে আটক করে ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে ꫰
মঙ্গলবার (২৪ নভেম্বর-২০২০ইং) বেলা সাড়ে বারটার সময় কলাপাড়া থানার ফেরিঘাট হাসপাতাল রোড এলাকায় অভিযান চালানো হয় ꫰
এসময় জননী প্যাথলজী স্টোর নামে সনদবিহীন চিকিৎসা প্রদান করা এবং সনদবিহীন ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান করায় ১/ জননী প্যাথলজি স্টোর হল এর মালিক মোঃ মাহাতাব হাসন হাওলাদার (৪৫), পিতা মোঃ আমজাদ হাওলাদার, সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়াকে ১,০০,০০০/-টাকা অর্থদণ্ড ও ভুয়া ডাক্তার মোঃ শরীফ জালা (৫২), পিতা-মৃত. আবু ইউসুফ, সাং-বাদুরডলী সুইচ গেইট, থানা-কলাপাড়াকে ০১ বৎসর বিনাশ্রম কারাদন্ড ও ২। পপুলার ডায়াগনস্টিক ল্যাবের মালিক মোঃ রফিকুল ইসলাম (৪৮), পিতা- মৃত. আবুল হাসন, সাং-নাচনা পাড়া , থানা-কলাপাড়াকে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড ও ভুয়া ডাক্তার সঞ্জয় কুমার তালুকদার (৪০), পিতা- মৃত. সুনিল কুমার তালুকদার, সাং বেলতলী, থানা-গোপালগঞ্জকে ০১ বৎসর বিনাশ্রম কারাদন্ড এবং ৩। শিলা ডেন্টাল ক্লিনিকের মালিক সুবাস চন্দ্রমিত্র (৬০), পিতা- কালী চরন, সাং-মদনমাহন বাজার, থানা-কলাপাড়াকে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড করা হয় ꫰
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, মেডিক্যাল এন্ড ডেন্টাল আইন, ২০১০ এর ২৮ (১) এর ৫৭/৫৯/৬০ ধারা মোতাবেক এ অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান করেন।
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম