ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খিরনাল প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে খিরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ গ্রহন করেন খিরনাল রয়েল কিং ফুটবল দল বনাম জমির ফ্রেন্ডস ফুটবল দল। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ে গোল শূন্য সমতা থাকায় ট্রাইুব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত করা হয়। এতে খিরনাল রয়েল কিং ফুটবল দল ১-০ গোলে জমির ফ্রেন্ডস ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ান গৌরব অর্জন করে।
খিরনাল যুব সমাজের সহায়তায় ও গ্রামবাসীর আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৬নং গোপীনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম কুদ্দুছুর রেজার সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন। ৫নং ওয়ার্ডের মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান মিথুন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ মাহাবুবুর রহমান রুবেল মাষ্টার, সাধারণ সম্পাদক শরীফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফসার উদ্দিন, সাধারন সম্পাদক আজিজ ভূঁইয়া অয়ন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
খেলার প্রধান অতিথি আব্দুল্লা আল মামুন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও নেশার জগত থেকে ফিরিয়ে রাখতে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। সমাজের সকল প্রকার ভালকাজে সর্বদা তার সহযোগীতা থাকবে বলেও তিনি জানান।
পরে বিজয়ী দলের হাতে ২৪ইঞ্চি এলইডি টিভি এবং রানার আপ দলের হাতে মোবাইল হেন্ডসেট তুলে দেন উপস্থিত অতিথিরা।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪ কম