কুমিল্লা প্রতিনিদি:
কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সৌজন্যে কুমিল্লা প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সাবেক প্রেস সচিব ইকবাল সোবহান চৌধুরী,প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা, নুরে আক্তার জাহান সীমা, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব তানভীর সালেহীন ইমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের যুগ্ম সচিব মোঃ শাহ আলম, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক মাসুক আলতাফ চৌধুরী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। এ সময় কুমিল্লায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এন.সি জুয়েল দেশের কন্ঠ ২৪.কম