ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্রকরে, শান্তিনগর এলাকার সর্বস্থরের জনগনের উদ্যোগে বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলের সমর্থনে বিশাল নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় শান্তিনগর মসজিদ সংলগ্নমাঠে আয়োজিত নাগরিক সভায় আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে শান্তিনগরবাসীর সমর্থনে সিক্ত হলেন তাকজিল খলিফা কাজল।
গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সভায় সন্ধার পর থেকেই ৭নং ওয়ার্ড শান্তিনগর ও তার আশপাশের বেশকয়েকটি পাড়া মহল্লা থেকে তাকজিল খলিফা কাজলের সমর্থনে মিছিল নিয়ে সমর্থকেরা সমাবেশস্থলে জরো হতে থাকে।
মডার্ণ কিন্ডার গার্টেন স্কুলের প্রিন্সিপাল মোঃ আশারুজ্জান খোকনের পরিচালনা ও সঞ্চালনায় নাগরিক সভায় স্বাগত বক্তব্য রাখেন, দুর্জয়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ ভূইয়া। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান ভূইয়া। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহতাব মিয়া, সাবেক আওয়ামীলীগ নেতা মমিনখাঁন মাস্টার, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুরুলহক ভূইয়া, বড়বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ডক্টর আবদুল্লা ভূইয়া বাদল, বিশিষ্ট ব্যাবসায়ী বিল্লাল হোসেন, মোঃ জজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতিকুর রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কাদির মোল্লাসহ আরো অনেকে।
নাগরিক সমাবেশ থেকে বক্তরা বলেন আখাউড়া পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শান্তিনগর এলাকা থেকে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী হিসাবে তাকজিল খলিফা কাজলকে সমর্থন জানানো হয়েছে।
এর আগে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, পৌর আওয়ামীলীগ, মহিলালীগ, শ্রমিকলীগ, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মেয়র পদে তাকজিল খলিফা কাজলকে সমর্থন জানিয়েছে।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪.কম