ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চৌদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন প্রাচীরের পার্শ্বে স্থায়ী স্থাপনা তৈরী করে প্রাচীরের পলেস্তারা ও গ্রীল রঙ্গের কাজে বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে মর্জিনা আক্তারের বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে জানা যায়, নির্মানাধীন প্রাচীরের পশ্চিম পার্শ্বে (বাহিরে) পলেস্তারা ও রঙ্গের কাজের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ২ ফুট জায়গা রাখেন। উক্ত ফাঁকা জায়গায় একই এলাকার এস.এম. সি বিদ্যোৎসাহী মহিলা সদস্য মর্জিনা আক্তার জোরপূর্বক জোড়ামূলে স্থায়ী স্থাপনা নির্মান করায় বিদ্যালয়ের প্রাচীরের পলেস্তারা ও গ্রীল রঙ্গের কাজ করা সম্ভব হচ্ছেনা।
এ ঘটনার প্রতিকার চেয়ে উক্ত বিদ্যালয়ের সভাপতি মোশারফ হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রাচীরের পাশা- পাশি প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মর্জিনা আক্তার বলেন, আমি আমার জায়গায় ওয়াল উঠিয়েছি। স্কুলের জায়গায় উঠাইনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্যা আল বাকী বলেন, তদন্তের জন্য সহ:শিক্ষা অফিসার কে দায়িত্ব দিয়েছি। প্রতিবেদন হাতে পেলে ইউ এন ও স্যারের কাছে হস্তান্তর করব।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক বলেন, আমি অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।
আঃ কাদের আকন্দ দেশের কন্ঠ ২৪.কম