কুমিল্লা প্রতিনিদি:
কুমিল্লার বুড়িচংয়ের নিমসারে মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকালে বুড়িচংয়ের নিমসারে বঙ্গবন্ধু পরিষদের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নিমসার মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা জনাব আবদুছ ছালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব গোলাম ফারুক, বঙ্গবন্ধু পরিষদের মোকাম ইউনিয়ন শাখার আহবায়ক বাবু অরুণ কুমার পাল, সদস্য সচিব সুলতান আহমেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম,মোকাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ সাহেব আলী, মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন তারেক, ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
পরে জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এন.সি জুয়েল দেশের কন্ঠ ২৪.কম