নিজস্ব সংবাদদাতা::
পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ০৬ জন জেলেকে আটক করে প্রত্যেককে ০১ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে ꫰ এবং ০১ জন জেলেকে ৫০০০/- টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে ꫰
এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান দৈনিক দেশের কন্ঠ এর নিজস্ব সংবাদদাতা পটুয়াখালীর এম জাফরান হারুনকে জানান, শনিবার (২৪ অক্টোবর-২০২০ ইং) বাউফলের তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় দুইটি ট্রলার ও একটি স্পিড বোট নিয়ে সারা দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযান চালানো হয় ꫰ এসময় তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে মোমিনপুর পয়েন্ট থেকে ০৪ জন অসাধু জেলে ও ধুলিয়া পয়েন্ট থেকে ০৩ জন অসাধু জেলেকে আটক করা হয় ꫰
পরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বালী ০৬ জন জেলেকে ০১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ০১ জন জেলেকে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন꫰
এসময় অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, এ. জেড. এম. তৌহিদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা(সংযুক্ত) সহ মৎস্য দপ্তর বাউফলের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ꫰
দুইটি টিমের সার্বিক নিরাপত্তা সহযোগীতায় ছিলেন বাউফল থানা পুলিশ
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম