কুমিল্লা প্রতিনিধীঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও দুপুর ২ টার দিকে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আখলাক হায়দার। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) তাহমিদা আক্তার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব গোলাম ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর হোসেন মিঠু, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশনারা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম, ষোলনল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান রব, বাকশীমুল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান, রাজাপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, ভারেল্লা দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ শাহ কামাল, মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল হক মুন্সী, সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এন.সি জুয়েল দেশের কন্ঠ ২৪.কম