নিজস্ব সংবাদদাতাঃ
পটুয়াখালী বাউফলের সেই নিখোঁজ হওয়া কলেজ শিক্ষার্থী মো: ইমরান (২২) এর লাশ উদ্ধারের পর আঞ্জুমান মফিদুলের মাধ্যমে বেওয়ারিশ দাফনের ৮ দিন পর ওই যুবকের লাশ সনাক্ত করেছে তার স্বজনরা।
সোমবার (১৯ অক্টোবর-২০২০ ইং) পটুয়াখালী আদালতে ইমরানের লাশ উত্তোলনের জন্য আবেদন করেছে তার পিতা মোঃ সেলিম মৃধা। মৃত. ইমরান বাউফল সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল ꫰
এব্যাপারে মৃত. ইমরানের চাচা রেজাউল করিম জানান, ধান্দী গ্রামের সেলিম মৃধার ছেলে ইমরান গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে এরপর আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করার পরেও না পাওয়ায় নিখোঁজের ৩ দিন পর ২১ শে সেপ্টেম্বর বাউফল থানায় একটি সাধারণ ডায়রি করে ইমরানের বাবা মোঃ সেলিম মৃধা ।
ছেলে হারিয়ে পাগল প্রায় বাবা সেলিম মৃধা এ উপজেলার বাইরেও খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে গত রোববার বিকালে পাশ্ববর্তী উপজেলা দশমিনায় খোজ করতে গেলে এক চায়ের দোকানদার গত ১০ অক্টোবর শনিবার দশমিনা থানা পুলিশ একটি অজ্ঞাত লাশ দশমিনার কাটাখালি খাল থেকে উদ্ধার করেছেন বলে জানালে সেলিম মৃধা ওই থানায় যোগাযোগ করে। দশমিনা থানা পুলিশ অজ্ঞাত ওই লাশ উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুলে দান করেন।
আঞ্জুমান মফিদুল পটুয়াখালী করবস্থানে ওই লাশ দাফন করা হয় ꫰ পরে ছেলের ব্যবহার করা পোশাক দেখে ছেলেকে সনাক্ত করে পটুয়াখালী আদালতে ওই লাশ উত্তোলনের জন্য আবেদন করেছেন মৃতের পিতা মোঃ সেলিম মৃধা। মৃত ইমরান মানসিক রোগী ছিলেন বলেও জানান তিনি।
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম