ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌরসভার নির্বাচন উপলক্ষে, পৌর আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল। পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ ভূইয়া বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী নাসির উদ্দিন খাঁন লিটনের পরিচালনায় ও সঞ্চালনায়, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিপন হায়দার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল মমিন বাবুল, পৌর আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সাংবাদিক বাদল আহাম্মদ খান, পৌর যুবলীগের সভাপতি মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভূইয়া, ছাত্রলীগ সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল মিয়া, এছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাদির মোল্লা, হীরালাল সাহা, মানিক মিয়া, এরশাদ তালুকদার, হিরু খাদেম, কাদিরুজ্জামান, মফিজ উদ্দিন খোকন, কুতুব উদ্দিন, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক পিয়ারা আক্তার পিওনা, সাংগঠনিক সম্পাদক ভুলনা আক্তার, কৃষক লীগের সভাপতি বজলুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কবির আহাম্মদসহ আরো অনেকে।
মতবিনিময় সভার আগে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক উপস্থিত সকলের মাঝে ভিডিও কলে কথা বলেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
এসময় বক্তারা বলেন, আখাউড়া পৌরসভার উন্নয়নে বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজলভায়ের কোন বিকল্প নেই। তাই পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে আসন্ন পৌরসভা নির্বাচনে আখাউড়ায় মেয়র পদে একক প্রার্থী হিসাবে তাকজিল খলিফা কাজলকে সমর্থন জানানো হয়। এর আগে যুবলীগ, ছাএলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন মেয়র পদে একক প্রার্থী হিসাবে তাকজিল খলিফা কাজলকে সমর্থন জানিয়েছে।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪.কম