বিশেষ প্রতিনিধি:
নাটোরের লালপুরে ভূমি দস্যু আ:সামাদ বাহিনীর কবল থেকে বাঁচতে এবং নিজের বাবার নামীও জমি ফিরে পেতে প্রশাসনের দিকে চেয়ে আছে একটি আদিবাসী পরিবার।
উপজেলার দূয়ারিয়া গ্রামের আদিবাসী বাসন্তী রানী সরদার এর বাবার নামীও জমি একই গ্রামের ভূমি দস্যু নামে পরিচিত আ: সামাদ এবং পেটোয়া বাহিনী দখল করে রেখেছে মর্মে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে গত ১০/১০/২০২০ তারিখে ভূক্তভোগী বাসন্তী রানী বাদী হয়ে লালপুর থানায় একটি অভিযোগ করেন। কিন্তু অভিযোগের প্রায় সপ্তাহ পার হলেও প্রশাসন এখনো নিরব ভূমিকায় আছে বলে জানান বাসন্তী রানী। এ ঘটনায় গত ১১/১০/২০২০ ‘নাটোরের লালপুরে ভূমিদস্যু আব্দুস সামাদ ও তার বাহিনীর কবলে পড়ে গৃহবন্দী বাসন্তী রানী সরকার’’ শিরোনামে জাতীয় দৈনিকসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়।কিন্তু সু-চতুর আ: সামাদ বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার জন্য কিছু অর্থের বিনিময়ে স্থানীয় একটি দৈনিকে উক্ত নিউজের প্রতিবাদ জানায়। যার কোন ভিত্তি নেই।
অপরদিকে ভুক্তোভোগী বাসন্তী রানী এখনো বন্দি জীবন যাপন করছেন বলে জানান এই আদিবাসী। তিনি অভিযোগে আ: সামাদের সকল অপকর্ম তুলে ধরার কারণে স্থানীয় ভাবেও চাপে আছেন, প্রতিনিয়ত মৃত্যু ভয়ে দিন পার করতে হচ্ছে। পুলিশ প্রশাসন বিক্রি হয়ে গেছে, তারা আমার সমস্যার সমাধান করবে না, সাংবাদিকদের প্রশ্নের জনাবে এসব কথা বলেন তিনি। বাসন্তী প্রধান মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে আরও বলেন- ‘আমাদের নের্তৃ মানবতার দূত মাননীয় প্রধান মন্ত্রী ছাড়া আমাদের বাঁচানোর কেউ নেই।
প্রত্যক্ষদর্শী এবং বাসন্তীর প্রতিবেশীরা জানান- এই অসহায় পরিবারটি খুব কষ্টের মধ্যে দিন পার করছে, তারা আর বলেন- ‘গায়ের জোরে গরীবের শেষ সম্বল দখলকারী কোন মানুষ হতে পারেনা। এ ধরনের অভিযোগ আ: বিরুদ্ধে আরো আছে বলে জানান তারা।
এবিষয়ে আ: সামাদ এর মুঠো ফোনে যোগাযোগ করেলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে জানতে চাইলে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান- আমরা তদন্ত করছি, প্রমান পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
দেশের কন্ঠ ২৪.কম