নিজস্ব সংবাদদাতাঃ
করোনা পরিস্থিতিতে পটুয়াখালী জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপন ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
ওই অনুষ্ঠানে মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২০ ইং) সকাল সাড়ে দশটার সময় পটুয়াখালী জেলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিপুল চন্দ্র হালদার, মেয়র, কলাপাড়া পৌরসভা ও সভাপতি, কলাপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ।পটুয়াখালী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাজল বরন দাস এবং সভাপতি, পটুয়াখালী পূজা উদযাপন পরিষদ এডভোকেট কমল দত্ত ডিআইজিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য প্রদান করেন।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল থানার অফিসার ইনচার্জগণ, এএসপি থেকে তদুর্ধ কর্মকর্তাগণ এবং সম্মানিত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দুর্গাপূজার পূর্বে করণীয়, পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত নির্দেশাবলি ও তুলে ধরেন। এ সময় পূজা পরিষদের নেতৃবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন এবং সকল নির্দেশনা যথাযথ ভাবে প্রতিপালনের প্রতিশ্রুতি দেন।
বিশেষ স্মর্তব্য যে, সরকারি কাজে পিরোজপুরে ব্যস্ত থাকা ডিআইজি, বরিশাল রেঞ্জ মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম কনফারেন্স এর মাধ্যমে উক্ত সভায় সংযুক্ত হয়ে তাঁর মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে সভায় উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানানো হয়।
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম