নিজস্ব প্রতিনিধীঃ
আশুলিয়া থানাধীণ ইয়রপুর গ্রামের বাসিন্দা মো মুজিবর রহমান দীর্ঘদিন আগে আশুলিয়া থানাধীন মনসন্তোষ মৌযার আর এস খতিয়ান নম্বর ৩৯৪ ,আর এস দাগ নম্বর ৪৭৮(জমির পরিমান ৭০ শতাংশ)ক্রয় করেন।দীর্ঘদিন যাবত বর্নিত জমি ক্রয় সুত্রে মালিক হয়ে ভোগ দখল করে আসছেন।বিবাদী মোসারফ হোসেন মূসা(৩৫),মহিবুর রহমান(৪০),মো আজিবুর রহমান আজি(৩৭),নাজিম উদ্দিন নাজি(৩৬),সর্ব পিতা মৃত আঃমান্নান। গ্রাম ইয়ারপুর থানা আশুলিয়া জেলা ঢাকা সহ আরও অজ্ঞাত নামা ৫-৭ জন বর্ণিত তফসিলের জমি দখল করার পায়তারা সহ দখল ছেড়ে দেয়ার জন্য মোঃমুজিবুর রহমানকে ভয়বীতি সহ প্রান নাশের হুমকি দেন।এ বিষয় মোঃমুজিবর রহমান বিজ্ঞ দেওয়নী আদালতে মামলা দায়ের করেন (মামলা নম্বর ৬০৯-২০০৯)।বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালত গত ইং-২৮/০৩/১৯ তারিখে বর্নিত জমিতে স্থিতিবস্তা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। মোঃমোসারফ হোসেন মূসা সহ তার সহযোগী মিলে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বর্নিত জমি জবরদখল করার জন্য গত ইং ০৯/১০/২০২০ তারিখ আনুমানিক সকাল ৯ঘটিকার সময় মোঃমোশারফ হোসেন মূসা সহ সহযোগীগন রাজমিস্ত্রিও লেভার নিয়ে মোঃ মুজিবর রহমানের জমিতে অনাধিকার পাকা বাড়ি করার উদ্যেশে র্নিমান কাজ শুরু করে।মোঃ মুজিবর রহমান বাধা দিতে চাইলে মোশারফ হোসেন মূসা সহ তার সহযোগীরা প্রাণাশের হুমকিসহ মারপিট করার জন্য প্রস্তুতি নেন।মুজিবর রহমান বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিদের অবগত করেন।মোঃমুজিবর রহমান জানায় উপরক্ত বাদিরা আমার সৎভাই পিতা মৃত আঃমান্নান সাং-ইয়ারপুর থানা আশুলিয়া জেলা ঢাকা।শত্রুতার জের ধরে আমার ক্রয় কৃত ভোগ দখলের চেষ্টা করছে এ বিষয় আমি আইনের সহযোগীতা কামনা করছি।
দেশের কন্ঠ ২৪.কম