নিজস্ব সংবাদদাতাঃ
পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন এলাকায় গণধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর-২০২০ ইং) বেলা সাড়ে এগারোটার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের মেইন সড়কে অর্ধশতাধিক ছাত্রদের উপস্থিতিতে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বাউফল উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জুবায়ের হোসেন এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ হাসান মাহামুদ, এমদাদুল হক ও সদস্য ইমরান হোসেন প্রমুখ।
বক্তারা এসময় সারা দেশে ধর্ষন ও নারী নির্যাতন কারীদের অনতিবিলম্বে গ্রেতফার করে বিচারের দাবি জানান
এম.জাফরান হারুন দেশের কন্ঠ ২৪.কম