গাজীপুর জেলায় কাশিমপুর থানা ছাএলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্ম দিন উপলক্ষে বৃক্ষরোপণ,দোয়াওমিলাদ মাহফিল ওবিশাল এক গনভোজের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জনাব মো: রেজাউল করিম মন্ডল সিনিয়র সহসভাপতি গাজীপুর মহানগর আওয়ামীলীগ।সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, মো: সায়মন সরকার সভাপতি কাশিমপুর থানা ছাএলীগ। বিশেষ বক্তব্য রাখেন, জনাব মো: দবির উদ্দিন সরকার ৫ন; ওয়ার্ড কাউন্সিলর কাশিমপুর গাজীপুর মহানগর শুভেচ্ছা বক্তব্য রাখেন মো:মামুন হোসেন,সভাপতি ৫ন; ওয়ার্ড কাশিমপুর থানা ছাএলীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর স্বপ্ন ছিলো এই বাংলাদেশ একদিন সোনার দেশ হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখেছিলেন,কিন্তুু তা বাস্তবেতার স্বপ্নকে পূরণ করলেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনার সফলতা কেনোই বা আসবেনা,যে দেশের মধ্যে এমনই এক জন ব্যক্তি রয়েছে যার মায়ামহব্বত দেশের মধ্যে ছরিয়ে ছিটিয়ে রয়েছে সে আরকেউ নয়, সেহলো মো: সায়মন সরকার,সভাপতি কাশিমপুর থানা ছাএলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে কেক কাটা হয় ৭৪টি আতসবাজী ফুটানো হয়, বৃক্ষরোপণ, ও খাবারের ব্যবস্থা করা হয়।শুধু তাই নয় করোনা ভাইরাস মহামারিতে হেলো ছাএলীগ চালু রয়েছে,যে কোনো অসহায় ব্যক্তি এই হেলো ছাএলীগে ফোন দিলে,সেখানে তার খাদ্য পৌছায়ে যেতো। মো:সায়মন সরকার এক জন প্রকৃত জনগনের সেবক, তিনি অসহায় ও এতিমদের মাঝে সবসময় খাদ্য ও অর্থ দিয়ে সাহায্য করেন। কেউ কোনো সমেষ্যা হলে তার নিকটে আসে এব; তাহার সঠিক সমাধান পেয়ে থাকেন। সর্বোস্তরে তার নাম ছড়িয়ে পরে,তার ডাকে সারা দিয়ে শত শত মটরসাইকেল ও গাড়ি চলে আসে, সে হলো মো: সায়মন সরকার ছাএলীগ সভাপতি কাশিমপুর থানা।
মো:ইমরান মোল্যা দেশের কন্ঠ ২৪.কম