প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিশাল এক আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আধ্যাপক আশরাফুল আলম আসকর,শিক্ষাওমানবসম্পদ বিষয়ক সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামীলীগ। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মো:আমজাদ হোসেন সভা,কাশিমপুর প্রেসক্লাব।
বক্তব্য রাখেন, আলহাজ কাজী আতাউর রাহমান সারদাগঞ্জ ৪ন; ওয়ার্ডের সাধারণ সম্পাদক কাশিমপুর থানা। আর বক্তব্য রাখেন, এটি এম সফিজ উদ্দিন মাতবর সাবেক কাউন্সিল ৪ন; ওয়ার্ড সারদাগঞ্জ কাশিমপুর থানা। আর ও উপস্থিত ছিলেন, বিপুল জনগণ, নেতাকর্মী। উপস্থিত ছিলেন, চ্যানেল ও পএিকার স;বাদকর্মীগণ। আয়োজনে কাশিমপুর প্রেস ক্লাব
মো:ইমরান মোল্যা দেশের কন্ঠ ২৪.কম