ঢাকা জেলায় আশুলিয়া এক কিশোরকে অপহরণের পর পিটিয়ে হত্যা।
জানা যায়, আশুলিয়া থানা যুবলীগের সদস্য ছিলো এই অপহরণ ও হত্যা মামলার আসামি আবুল হোসেন আপন। কিশোর ছেলে সবুজ হোসেন ডিইপিজেড এর সামনে অপেক্ষামান বোনের বাসায় যাওয়ার জন্য।হঠাৎ উপস্থিত হইলো কিশোর গ্যা; তাকে জোর করে আটক করে ২লক্ষ টাকা মুক্তিপণ দাবিকরিলে তা দিতে ব্যর্থহইলে কিশোর সবুজকে(১৪) মারধর করেও শেষ পযন্ত তাকে হত্যা করে কিশোর গ্যা;। নিহতের বাবা আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। ১৩জনকে আসামি করা হয়।
আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে কুন্ড এলাকায় ১ন; আসামি আপনকে গ্রেফতার করেন।
জানা যায়,লালমনির হাটের মিছির আলীর ছেলে সবুজ হোসেন (১৪) ও একই এলাকার মো: জাহিদুল ইসলাম কুন্ডাএলাকার সিরাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন আপন (২৫) এব; আশুলিয়া থানা যুবলীগের ১১ন;বিশিস্ট সদস্য (কমিটি)১ন; আহবায়ক মো:কবির হোসেন সরকার ৬ন; সদস্য আপন রয়েছে। থানার (এস আই) উপপরিদর্শক সুদীপ কুমার গোপ বলেন ১ন; আসামি কে গ্রেফতার করেছি,বাকি আসামি কেও গ্রেফতার করা হবে।
মো:ইমরান মোল্যা দেশের কন্ঠ ২৪.কম