আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর এলাকার জনগনের সাথে মত বিনিময় ও আলোচনা করলেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার।
(শুক্রবার সন্ধা ৭ টায়২৫শে সেপ্টেম্বর) পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের দক্ষিন পাড়া মহল্লায় নাগরিক সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষার।
সভায় তুষার বলেন, আমার প্রাণপ্রিয় কালিয়াকৈর পৌরবাসীর দোয়া ও ভালবাসা নিয়ে আগামী পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই
, মানুষের সেবা করতে রাজ পথে নেমেছি, মৃত্যুর আগে মূহুর্তে পর্যন্ত সাধারণ মানুষের জন্য রাজ পথে লড়াই করব ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন পৌর ০৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আদম আলী, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, পৌর তাতীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাব্বির সিকদার বিপুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জাহাঙ্গির আলম প্রমুখ।
মোঃ দেলোয়ার হোসেন দেশের কন্ঠ ২৪.কম