স্টাফরিপোর্টারঃ
নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের পার-শিমলা গ্রামে পি কে এ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী (কেরানি) নিয়োগে অনিয়মের অভিযোগে নিয়োগ বন্ধ করা হয়েছে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, এই কেরানি নিয়োগ গত ৫ বছর ধরে, হবে হচ্ছে বলে বার বার নিয়োগে দুর্নীতির ও অনিয়মের অভিযোগে বন্ধ করা হচ্ছে। গত ৫ বছর আগে এই নিয়োগের কথা ছিলো, সে সময় একজন পরিক্ষার্থীর কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়ে নিয়োগ ব্যানিজ্যর অভিযোগে তা বন্ধ হয়ে যায়। এবারও গত ২৩/০৯/২০২০ ইং তারিখে রোজ বুধবার দুপুর ২টায় পরিক্ষা নেওয়ার জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও ম্যানিজিং কমীটির সভাপতি আবুল কালাম আজাদ চিঠি ইসু করে, আগের দিনের রাত্রী অনুমান ৯ টা থেকে চিঠি বিলি করার জন্য স্কুল পিয়নের হাতে দেয়। পিয়নকে স্থানীয়রা জিজ্ঞাসা করিলে, পিয়ন রাত ১০ টা থেকে ৩ জনকে, সকালে ৩/৪ জনকে চিঠি দিয়েছে বলে জানায়। স্থানীয়রা আরো জানায়, বরুন কুমার নামে একজন পরিক্ষার্থীর কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে হেড মাষ্টার ও সভাপতি নিয়োগ ব্যানিজ্য করার জন্য হঠাৎ করে তড়িঘড়ি করে কয়েক ঘন্টা আগে পরিক্ষার্থীদের এই চিটি দেওয়া শুরু করে।
এতো তড়িঘড়ি করে সল্পসময়ে চিটি বিতরন ও পরিক্ষা নেওয়া এবং ১৬ জন পরিক্ষার্থীর মধ্য বেশির ভাগ পরিক্ষার্থী চিঠি না পাওয়া বিষয়ে জানতে চাইলে পি কে এ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম মোবাইলে তিনি বলেন, প্রথমত নিয়োগ বন্ধ হয়েছে। কমিটির মেয়াদ শেষ তো তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। পরের কমিটিতে এই নিয়োগ দেওয়া যায় কিনা জিজ্ঞাসা করিলে তিনি এর উত্তর দেন নাই। বরুন কুমারের কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে, নিয়োগ ব্যানিজ্যর বিষয়টিও তিনি এরিয়ে যান।এ বিষয় নিয়ে নওগাঁ জেলা শিক্ষা অফিসারের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, টাকার বিনিময়ে নিয়োগ ব্যানিজ্য করার কোন সুযোগ নেই, তারপরও বিষয়টি ক্ষতিয়ে দেখবো।
দেশের কন্ঠ ২৪.কম