গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সার্বিক উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রযুক্তি নির্ভর আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পৌর সভায় মেজিষ্ট্রেট নিয়োগের দাবী জানিয়েছেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুুর রহমান।
এছাড়া তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে সাংবাদিকদের আহবান জানান। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর পৌরসভার সভাকক্ষে আসন্ন কালিয়াকৈরে পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এদাবী জানান।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন , কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র সামছুল আলম সরকার, কাউন্সিলর ছারোয়ার হোসেন আকুল,আবুল কাশেম,বেলায়েত হোসেন,ফারুক হোসেন,আহাদ আলী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান, কালিয়াকৈর উপজেলার পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ দেলোয়ার হোসেন
কালিয়াকৈর দেশের কন্ঠ ২৪.কম