ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অস্ত্রোপচার করতে গিয়ে নবজাতকের পেট কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের কাউতলি এলাকার দি আল ফালাহ্ মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্লিনিকের সবাই গা ঢাকা দিয়েছেন। প্রসূতির পরিবার সূত্রে জানা গেছে, জেলার আখাউড়া উপজেলার বাউতলা এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার প্রসব বেদনা নিয়ে রোববার সকালে আল ফালাহ্ মেডিকেল সেন্টারে ভর্তি হন। জেলা শহরে আসার পর এক দালাল ফারজানার পরিবারকে ফুসলিয়ে আল ফালাহ্মে ডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে মারুফা রহমান নামে এক চিকিৎসক ফারজানার সিজারিয়ান অস্ত্রোপচার করান। প্রসূতি ফরজানার স্বামী তৌহিদুল ইসলাম জানিয়েছেন, সাড়ে ১৬ হাজার টাকায় সিজারিয়ান অস্ত্রোপচারের চুক্তি হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে।