জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশেষ বর্ধিত সভা (১৯ সেপ্টেম্বর) শনিবার দিনব্যাপী শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
শনিবার দিনব্যাপী বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী সংসদীয় আসনের সংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মোঃ মুরাদ হাসান (এমপি) উপস্থিত থেকে বলেন, উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতা রক্ষা এবং দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, আর তাই সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিপদের সময় আওয়ামী লীগই একমাত্র দল যারা ত্যাগ স্বীকার করে জনগণের পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন দলে অনুপ্রবেশকারীরা অভ্যন্তরে বিভেদ সৃষ্টির চেষ্টা করবে। এদের কে যে কোন মূল্যে প্রতিহত করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, আবু জাফর আহমদ শীশা, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধক্ষ্য হারুন অর রশিদসহ সরিষাবাড়ী পৌরসভার আগামী নির্বাচনের সকল মেয়র প্রার্থী এবং দলের অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
গুলজার হোসেন
সরিষাবাড়ী প্রতিনিধি দেশের কন্ঠ ২৪.কম