আশুলিয়া সাভারে পাতি নেতা সে এখন হয়েছে দেশের মধ্যে সবচেয়ে বড় শুটার সস্ত্রাসীর গড ফাদার, শাহাদাত হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মটর শ্রমিকলীগ থানা শাখা খোসগল্পের মতো এবার ও এড়াতে পারলো না গর্তের মধ্যে লুকিয়ে থাকা বিশাল অজগড় সাপ। এক রুপ কথার কাহিনীর মতো খোসগল্পের মাঝে বেড়িয়ে এলো তার জীবনের সব অপকর্ম কার্যকলাপ। এমনই একজন সম্মানীয় ব্যক্তি চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীবকে একটি নয় দুটি নয় বরাবর ২৬রাউন্ড গুলি করে। ২৬ রাউন্ড গুলির মধ্যে একটি গুলি ও চেয়ারম্যান মঞ্জুর আলম রাজীব ভাই এর শরীরের কোনো অ;শে টাস্ করতে পারে নাই। অযথা আরেকটি নিরঅপরাধ ছেলে রনির নামে মিথ্যা বানোয়াট কথাবার্তা গুজব লটাচ্ছে। রনি একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। ছোট বড় সবাই রনিকে সম্মান করে। বট বৃক্ষ হয় বিশাল,সবাইকে ছায়া দান করে। তেমনই রনির ভালোবাসা ও সম্মান অতুলনীয়। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এই শুটার শাহাদাত হোসেনকে আইনের আওতায় আনা হোক।পরবর্তীতে এরকম শুটার গড ফাদার আর যেনো দেশের মধ্যে মাথা নাড়াদিয়ে উঠিতে না পারে।