এম.জাফরান হারুন, নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী:: পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীতে ডাকাতিকালে ০৭রাউন্ড গুলিসহ জলদস্যু কামালকে আটক করেছে স্থানীয় জেলেরা। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে ওই জলদস্যুকে সোর্পদ করেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর-২০২০ ইং) দিবাগত রাতে কেশবপুর ইউনিয়নের কালামিয়া বাজার সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ।আটটকৃত জলদস্যু ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের মোখলেছ রাড়ীর ছেলে মো. কামাল রাড়ী (৪০)।
স্থানীরা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্ধর্ষ ডাকাত মহসিন তাঁর দলবল নিয়ে উপজেলার কেশবপুর ইউনিয়নের কালামিয়া বাজার সংলগ্ন তেঁতুলিযা নদীতে ডাকাতি করতে আসে। ডাকাতদল নৌকা ও ট্রলারে ডাকাতি করার সময় স্থানীয় জেলেরা ইটপাটকেল মেরে প্রতিরোধ গড়ে তোলে। তাদের ডাকচিৎকারে শত শত মানুষ নদীপাড়ে জমায়েত হয়। এক পর্যায়ে মহসিন ডাকাত গ্রুপের সেকেন্ড ইন কমান্ড কামাল ট্রলার থেকে নদীতে পড়ে গেলে জেলেরা তাকে আটক করে এবং তার কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করে। এসময় অন্যান্য ডাকাতরা দ্রুত ট্রলার নিয়ে ভোলার দিকে চলে যায়। রাত নয়টার দিকে আটককৃত কামালকে কালামিয়ার বাজারে এনে বাউফল থানায় খবর দেয়া হয়।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান প্রতিবেদককে জানান, আটককৃত কামালের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। এবং শুক্রবার আদালতে তাকে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে।