হাবিব স্টাফরিপোর্টারঃ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চকরাইল গ্রামে ৬০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও বহনকৃত একটি ডিসকোভার ১০০ সিসি মোটর সাইকেল সহ পত্নীতলা উপজেলার গগনপুর গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আখতারুজ্জান আকাশকে (২১)কে আটক করেন। নওগাঁ জেলা গয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ১০/০৯/২০২০ ইং রোজ বুধবার রাতে ওসি ডিবি নওগাঁ জনাব কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে, এসআই/ মোঃ সোহেল রানা. এএসআই/মোঃ ফেরদৌস আলী. এএসআই/মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী আখতারুজ্জামান আকাশকে বদলগাছী থানাধীন চাকরাইল এলাকা হইতে একটি মোটর সাইকেলে বহনকৃত ৬০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সহ আটক করেন। নওগাঁ ডিবি পুলিশ সুত্রে জানা যায়, এ বিষয়ে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।