ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টনকীগ্রামে আগুনে মরিয়ম বেগম (৭৫) নামের এক অসহায় বৃদ্ধা নারীর ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া দুই টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভোক্তভোগী ওই নারী দাবি করেন।আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আলাউদ্দিন মনির জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল ভূঁইয়া জানান, বৃদ্ধা মরিয়ম বেগম পরিবার- পরিজনহীন। সাবেক এক পুলিশ কর্মকর্তা এই অসহায় নারীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। অগ্নিকান্ডে তার ঘরে থাকা নগদ ৯৬ হাজার টাকাসহ সমস্ত মালামাল পুড়ে যায়।
বাদল আহাম্মদ খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি