ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গীকার
পুলিশ হবে জনতার
এ শ্লোগানকে সামনে রেখে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামে আখাউড়া থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।গতকাল ৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় এ সভা অনুষ্টিত হয়।উপজেলা যুবলীগ নেতা ও ১ নং ওয়ার্ড বিট কমিটির সাধারন সম্পাদক শিপন আহাম্মেদ এর পরিচালনায় ও সঞ্চালনায় সভায় সভাপতির দায়িত্বে ছিলেন কুতুব উদ্দিন।আখাউড়া থানার সুযোগ্য ওসি রসুল আহমেদ নিজামীর দিক নির্দেশনায় ও পরামর্শে উপস্থিত ছিলেন- থানার এস, আই তাজুল ইসলাম, এস,আই এরশাদ, এ,এস,আই নুর উদ্দিন।সভায় বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর তাজুল ইসলাম ভুইয়া, হাসেম মাষ্টার, মুসলিম উদ্দিন প্রমুখ।যুবলীগ নেতা ও ১নং ওয়ার্ডের বিট সেক্রেটারী শিপন আহাম্মেদ তার বক্তব্যে বলেন, আখাউড়া থানার সুযোগ্য ওসি রসুল আহমেদ নিজামী থানায় যোগদানের পরই মাদক, ইভটিজিং, চুরি,ডাকাতি, ছিনতাই এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। মাদক কারবারী ও সেবনকারী যে দলেরই হোক কাউকে যেন ছাড় না দেওয়া হয়। দুর্গাপুরকে তথা গোটা আখাউড়াকে মাদকমুক্ত করতে চলুন আমরা পুলিশের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করি এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করি। নিজামী ভাই যোগদানের পর থেকে আমাদের এলাকায় মাদক সেবনকারী মোটর সাইকেল আরোহীদের আর আসতে দেখি না।
বাদল আহাম্মদ খান দেশের কন্ঠ ২৪,কম