ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০২০-২১ অর্থবছরে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকদের মাঝে শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আখাউড়ার আয়োজনে সবজি বীজ প্রণোদনার আওতায় উপজেলার ৭১০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে স্বল্প মেয়াদী শাকসবজি ও মধ্যমেয়াদী লতা জাতীয় শাকসবজি বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্তে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানা বেগম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমূখ।
এসময় প্রতি জন কৃষকের মাঝে ১৩ প্রকার শাক ও সবজি বীজ বিতরণ করা হয়।এ ছাড়া বীজ সুরক্ষায় উপজেলার ৫০ জন কৃষকের মাঝে বীজ সুরক্ষা পাত্র বিতরণ করা হয়।