এম.জাফরান হারুন, নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে গাঁজাসহ মো. জাহিদ হাওলাদার ওরফে বাবরি জাহিদ নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় উপজেলার কনকদিয়া বাজার থেকে তাকে আটক করা হয় । জানা যায়, আটককৃত জাহিদ উপজেলার সূর্য্যমণি ইউনিয়নের রামনগর গ্রামের মৃত সেলিম হাওলাদারের ছেলে। সে সূর্য্যমণি ইউনিয়ন যুবদলের সাথে সরাসরি জড়িত। সে এলাকায় “বাবরি জাহিদ” নামে পরিচিত।
এবিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জাহিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর-২০২০ ইং) তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।