বাদল আহাম্মদ খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে উপজেলা প্রসাশনের সাথে সর্বস্তরের জনগনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার(৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার নামক স্থানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো:জালাল উদ্দীনের সভাপতিত্তে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া,সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভিন,যুব উন্নয়ন কর্মকর্তা মোসলেহ উদ্দীন,ইউনিয়ন ট্যাগ অফিসার কফিল উদ্দীন প্রমূখ।
মতবিনিময় সভায় ইউনিয়নের মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবন্দ,শিক্ষক ও সুশীল সমাজের লোকজন আলোচনায় অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা ইউনিয়নের উন্নয়ন এবং মাদকের প্রভাব বিস্তার রোধে উপজেলা প্রসাশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।