বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলার ছুরিকাটা সৈকত ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে কুয়াকাটা- বরিশাল যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে ১ জন। গুরুতর আহত ৪ জন। আহত ২ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
দুপুর সোয়া বারো টায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী ইউনা ক্লাসিক একটি বাস সৈকত ফিলিং স্টেশনে আসলে ফিলিং স্টেশন থেকে একটি মোটর সাইকেল তেল ভর্তি করে রাস্তায় উঠতে গেলে বাস নিয়ন্ত্রন হাড়িয়ে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে মোটর সাইকেলটি দুমরে মুচরে যায়। মোটর সাইকেল কলাপাড়ার চম্পাপুরের নসু হাওলাদারের ছেলে খলিলুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। মোটর সাইকেল ড্রাইভার মিরাজ মুন্সী (৩০) গুরুত্বর আহত হয়।
ঘাতক বাসটি নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ ভেংগে যায়। এতে বাসযাত্রী জুয়েল (৩০), আমির হোসেন (৬০) ও আকলিমা বেগম (৩৬) আহত হয়।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আমতলী হাতপালে আহাতদের আনা হয়। এদের মধ্যে গুরুতর আহত মিরাজ ও জুয়েলকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল সেবাচিম প্রেরণ করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ঘটনা স্থল পরিদর্শন করেছি, আহতদের উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু খলিলুর রহমান এর লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।